যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মেসি কাণ্ড’ ঘিরে এখনও বিরোধীদের তীব্র আক্রমণের মুখে রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে, তার এক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। পুলিশকর্তা থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কেন বারবার আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে?”