ত্রিপুরার খোয়াই জেলার পশ্চিম সোনাতলা এলাকায় সাত বছরের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করলো তার নিজের বাবা। স্থা এ পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই জেলার পশ্চিম সোনাতলা এলাকাতে আশীষ দেবনাথ নামে এক পিতা তার সাত বছরের কন্যা আঁখি দেবনাথকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করেছে।
আশীষ দেবনাথের বাবা থিতা মৃতের দাদু একথা জানিয়েছেন। অভিযুক্ত আশীষ দেবনাথ মানসিক রোগে আক্রান্ত বলে জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে আজ সোনাতলা গ্রামে গেছিল রাজ্য পুলিশের ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল।
তদন্ত চলাকালীন স্থানীয় থানার বড়বাবু কৃষ্ণধন সরকার জানিয়েছেন, সোনাতলা গ্রামে থেকে একটি নাবালিকা মেয়ের মৃত্যুর খবর পেয়ে থানা থেকে পুলিশ কর্মীরা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় আধা গলাকাটা অবস্থায় মৃতের দেহ দেখতে পান।
"অভিযোগ ছিল মৃতের বাবা আশীষ দেবনাথ নিজেই নাকি কন্যার হত্যা করেছেন। তবে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মোবাইল ফরেন্সি টিমকে আনার জন্য অনুরোধ করি এবং চারদিকে দু-তিনটি টিম তৈরি করে গভীর রাত পর্যন্ত আমরা তদন্ত করেছি। ঘটনায় মূল অভিযোগ ধরতে পেরেছি," জানিয়েছেন পুলিশ কর্মী।
এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় সোনাতলা গ্রামে ছুটে আসেন গর্ভধারিনী মা। সাংবাদিকদের সামনে বললেন মানসিক বিকারগ্রস্থ স্বামীর হাল। খোয়াই পশ্চিম সোনাতলায় সাত বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যায় অভিযুক্ত তার বাবা আশিস দেবনাথ গ্রেফতার হয়েছে।