রাজপুর–সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় মদ বিক্রির প্রতিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা মহিলাদের পরিচালিত এবং সরকারি স্বীকৃত ‘আদর্শনগর সোসাইটি’-র অফিসে জোর করে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে পুলিশ।
সোসাইটির সম্পাদক রাজিয়া বেগম জানান, ওই দিন নিয়মিত মিটিং চলাকালীন কয়েকজন দুষ্কৃতী আচমকা ঢুকে মহিলাদের বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়। তাঁর অভিযোগ, স্থানীয় তিন ব্যক্তি, বিজয় হালদার, চটা ও বুড়ো সাহা, একজন কাউন্সিলরের মদতে এই কাজ করেছে। রাজিয়া বেগম দাবি করেন, একসময় তিনি ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন, বর্তমানে সম্পর্ক না রাখায় প্রতিহিংসাবশত তাঁদের উপর এই হামলা।
সোসাইটির সদস্য বেবিজা খাতুন অভিযোগ করেন, তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের ভয়ও দেখানো হচ্ছে। অনিন্দিতা দেব জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজ চলছিল, তাঁরা প্রতিবাদ করায় এই প্রতিশোধ নেওয়া হয়েছে। টুম্পা রায়ের কথায়, এলাকায় এখন মহিলারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জি। তাঁর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির সোনারপুর উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডল সভাপতি গৌতম বিশ্বাস বলেছেন, ‘‘এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য অপুর্ব মণ্ডলের অভিযোগ, ‘‘এটি তোলাবাজির বখরা নিয়ে গণ্ডগোল ছাড়া কিছু নয়।’’ ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা অব্যাহত।