পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে নিয়ে চরম দুঃসংবাদ সামনে এসেছে। আচমকা তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বুকে হঠাৎ ব্যথা শুরু হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন এই টেস্ট অধিনায়ককে করাচির ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসক্যুলার ডিজ়িজে (NICVD) ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর চিকিৎসা চলছে।
চিকিৎসা চলছে জাভেদ মিয়াঁদাদের
হাসপাতালের চিকিৎসকেরা ইতিমধ্যে জাভেদ মিয়াঁদাদের অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছেন। সেখানে তাঁকে ফিট বলে ঘোষণা করা হয়েছে। এরপর বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আপাতত জাভেদ সুস্থই রয়েছেন। সমর্থকেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনাও করছিলেন।
পাকিস্তান ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন আলোচনায় জাভেদকে দেখতে পাওয়া যায়। ৬৮ বছর বয়সি এই ক্রিকেটার কোনও রাখঢাক না করেই মনের কথা উজাড় করে দেন। ২০২৫ এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দল জঘন্য পারফরম্য়ান্স করার পর PCB-র বিরুদ্ধে তোপও দেগেছিলেন জাভেদ। স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচকদেরই কোনও জ্ঞান নেই। ওঁরা কি কোনওদিন ক্রিকেট খেলেছেন? এমনকী, তিনি এও বলেছিলেন যে নির্বাচকেরা কতদুর ক্রিকেট খেলেছেন যে বাবর আজমকে তাঁরা দল থেকে বাদ দিচ্ছেন। এই ব্যাপারে নির্বাচকরা কিছুই জানেন না। বাবর আজম একজন অসাধারণ ক্রিকেটার। ক্রিকেট পারফরম্য়ান্সে ভাল এবং খারাপ সময় আসতেই পারে।
২১ বছর পাকিস্তানের হয়ে খেলেছেন ক্রিকেট
৬৮ বছর বয়সি জাভেদ মিয়াঁদাদ পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ১৯৭৫ সালে ডেবিউ করেছিলেন। ১৯৯৬ সালে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন তিনি। এবার জাভেদ মিয়াঁদাদের কেরিয়ার নিয়ে আলোচনা করা যাক। ১২৪ টেস্ট ম্য়াচে তিনি ৫২.৫৭ গড়ে মোট ৮,৮৩২ রান করেন। এর পাশাপাশি ২৩৩ ওয়ানডে ম্য়াচে তিনি ৪১.৭০ গড়ে মোট ৭,৩৮১ রান করেছেন। টেস্ট ক্রিকেটের এই অভিজ্ঞ ব্যাটার ২৩ শতরান ছাড়াও ৪৩ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে তিনি ৮ শতরান ছাড়াও ৫০ হাফসেঞ্চুরি করেছেন।