“মিনি পাকিস্তান” ইস্যুতে কাঁপল কলকাতা পুরনিগমের অধিবেশন! তুমুল বাকযুদ্ধে ফিরহাদ হাকিম-সজল ঘোষ


এবার কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ‘মিনি পাকিস্তান’ ইস্যুতে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধের পাশাপাশি এক সময় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, অধিবেশনে সজল ঘোষ মেয়রকে নিশানা করে বলেন, “আপনি মিনি পাকিস্তান বলেছিলেন।” এই মন্তব্যে ক্ষুব্ধ হন ফিরহাদ হাকিম। পাল্টা আক্রমণ শানাতে তিনি সজল ঘোষকে বলেন, “আমি যদি কখনও মিনি পাকিস্তান বলি, এটা প্রমাণ করতে পারলে আমি ইস্তফা দিয়ে দেব।”

এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা বেধে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করলে তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসে মেয়রকে শান্ত করার চেষ্টা করেন। শেষপর্যন্ত অধিবেশনে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Post a Comment

Previous Post Next Post