পাকিস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল সামরিক আদালত


পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল সেখানকার সামরিক আদালত। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন এবং রাজনীতিতে হস্তক্ষেপ ছাড়াও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার শাস্তি ঘোষণা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর।

বর্তমানে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনকালে গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন ফয়েজ হামিদ। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ISI-এর প্রধান ছিলেন তিনি।

সূত্রের খবর, ইমরানের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন ফয়েজ হামিদ। ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরে তিনি আগাম অবসর গ্রহণ করেন।

আইএসপিআর জানিয়েছে, গত বছরের ১২ অগস্ট ফয়েজ হামিদের বিরুদ্ধে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (FGCM) শুরু হয়েছিল। দীর্ঘ ১৫ মাসের বিচারপ্রক্রিয়ার পরে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে এই প্রথম কোনও ISI প্রধানকে কোর্ট মার্শাল করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post