নয়াদিল্লি ও কলকাতা, 18 ডিসেম্বর: যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট ৷ স্কুলগুলিতে কর্মীর অভাবের কারণ দর্শিয়ে শীর্ষ আদালতে 'যোগ্য' শিক্ষকদের চাকরির মেয়াদ অন্তত ৯ মাস বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্য ৷ সেই আবেদনে 'সুপ্রিম' সাড়া মিলল ৷ ৩১ ডিসেম্বরের পরিবর্তে ২০২৬ সালের ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগের সময়সীমা বৃদ্ধিতে সম্মতি দিল শীর্ষ আদালত ৷ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷
চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি'র পুরো প্যানেল বাতিল করে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ ৷ চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ৷ বেঞ্চ নির্দেশ দেয় চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৷ শিক্ষাকর্মীদের প্যানেল সম্পূর্ণ বাতিল হয় ৷ কিন্তু চিহ্নিত 'যোগ্য' শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন ৷
সুপ্রিম নির্দেশ মতো ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন ৷ ইতিমধ্যে সেপ্টেম্বরে দু'দফায় পরীক্ষা হয়েছে ৷ তার ফলপ্রকাশ হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াও চলছে ৷ কিন্তু কর্মীর অভাবের কারণে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক থেকে শিক্ষাকর্মী নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয় বলে শীর্ষ আদালতে আবেদন জানায় রাজ্য ৷ এই অবস্থায় আনটেন্টেড বা 'যোগ্য' শিক্ষকদের চাকরির মেয়াদ অন্তত ৩১ অগস্ট পর্যন্ত বৃদ্ধির আবেদন জানানো হয় ৷ এই মামলায় এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ রাজ্যের আবেদনে সম্মতি জানিয়েছে ৷