মুর্শিদাবাদ তৃণমূলে ভূমিকম্প! শেষমেশ জেলা পরিষদের পদ ছাড়লেন দাপুটে নেত্রী শাহনাজ বেগম


তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শাহনাজ বেগম। তিনি মালদহ ডিভিশনের কমিশনারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরই পাশাপাশি মুর্শিদাবাদের জেলাশাসককেও তাঁর ইস্তফাপত্র পাঠানো হয়েছে।

সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকেই এই ভাঙন স্পষ্ট হচ্ছে। সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দেন। এবার জেলা পরিষদের সদস্যা ও প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী শাহনাজ বেগম কার্যত তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। যদিও এবার তিনি কোন দলে যাবেন বা আদৌ সংসদীয় রাজনীতির অংশ থাকবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি।

জেলা পরিষদের সদস্যপদ ছাড়ার পর শাহনাজ বেগম বলেছেন, "আমি ১৭ ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়েছি। সোমপাড়া -১, সোমপাড়া -২, রামপাড়া -১ এবং রামনগর বাছড়ার মানুষ ২০১৩ সাল থেকে একই আসনে পরপর তিনবার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা চিরদিন থাকবে।"

তিনি আরও বলেছেন, "চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকেও আমি পদত্যাগ করেছিলাম।জীবনে কখনো কোন অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি, আগামীতেও করবো না। তবে আপনাদের পাশে আমি যেমন ছিলাম, তেমনি থাকবো।"

তাঁর কথায়, "যে কোনো সমস্যায়, সুখে দুখে আমি সব সময় আপনাদের পাশে থাকবো কথা দিলাম। আমার মনের অজান্তে যদি কখনো আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি আমায় ক্ষমা করবেন। জেলা পরিষদের সন্মানীয় সহকর্মীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইলো। আমাকে গ্রুপ থেকে রিমুভ করায় আপনারা প্রতিবাদের যে ঝড় তুলেছিলেন তা চির স্মরনীয় হয়ে থাকবে। আমি সহকর্মী হিসাবে আপনাদের সাথে পূর্ন সময় থাকতে পারলাম না, ক্ষমা করবেন আমায়। আপনাদের প্রয়োজনে আমি সব সময় আছি।
 সবাই ভাল থাকবেন।"

Post a Comment

Previous Post Next Post