ডানকুনিতে লোকালয়ের ভ্যাটে আগুন ঘিরে আতঙ্ক, অভিযোগও


লোকালয়ের ভিতরে থাকা আবর্জনার স্তূপে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার হাউজিং লাগোয়া ডাম্পিং গ্রাউন্ডে। আর্বজনার স্তূপে আগুন লেগে প্রথমে ধোঁয়া বেরতে থাকে। হাওয়ার কারণে আগুন বড় আকার নেয়। কালো ধোঁয়ার সঙ্গে লাল আগুনের হলকায় চারপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে দমকল কেন্দ্র থেকে প্রথমে একটি ও পরে অন্য একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, শ্রীরামপুর থেকেও দমকলের একটি ইঞ্জিন আনানো হয়। পরে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

বাসিন্দাদের অভিযোগ, আবর্জনা ফেলার জন্য ডানকুনি পুরসভা স্থায়ী কোনও ব্যবস্থা চালু করতে পারেনি। যে কারণে, লোকালয়ের মধ্যেই ডাম্পিং গ্রাউন্ড নরকে পরিণত হয়েছে। ডাম্পিং গ্রাউন্ড ঘিরে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, স্কুল ও দোকানপাট। দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে বেসরকারি নার্সিংহোম ও একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় ব্যবসায়ী অমল মণ্ডল বলেন, 'একে তো ভ্যাটের গন্ধে ব্যবসা লাটে উঠেছে। তার মধ্যে আতঙ্ক বাড়িয়েছে আগুন লাগার ঘটনা। এর আগেও ভ্যাটে আগুন লেগেছে। সেই আগুন অনেক দিন ধরে নেভানো হয়েছে। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে পুরসভা ও প্রশাসনের নানা দপ্তরে জমা দিয়েছি। কাজের কাজ কিছুই হয়নি।'

পরিবেশকর্মী মাবুদ আলির অভিযোগ, 'লোকালয়ের মধ্যে আস্তাকুঁড় বড় আকার নিয়েছে। দূষণ ছড়াচ্ছে। শিশু ও বয়স্করা দূষণে অসুস্থ হয়ে পড়ছে। এই নিয়ে কারও মাথাব্যথা নেই। আমরা পুরসভা ও প্রশাসনের কাছে এর বিহিত চাই।' বিজেপি নেতা সুকান্ত মাজীর অভিযোগ, 'ডাম্পিং গ্রাউন্ডের সামনে নতুন রাস্তা নিয়ে একটা দুর্নীতি হয়েছে। সেটাকে আড়াল করতেই পরিকল্পিত ভাবে ভ্যাটে আগুন লাগানো হয়েছে।' যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ডানকুনি পুরসভার উপপ্রধান প্রকাশ রাহা বলেন, 'ভ্যাটে আগুন লেগেছে। সেই আগুন থেকে সবাইকে সুরক্ষিত রাখা আমাদের প্রধান লক্ষ্য। সেখানে বিজেপি মিথ্যে অভিযোগ করে সবাইকে বিভ্রান্ত করতে চাইছে।'

Post a Comment

Previous Post Next Post