গ্রিনের জন্য কেন রেকর্ড ২৫.২০ কোটি খরচ? জানালেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর


অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কোনও বিদেশি ক্রিকেটার আইপিএলে এত টাকা পাননি। অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ককে কেকেআর কিনেছি ল ২৪ কোটি ৭৫ লাখ টাকায়। নিজেদের রেকর্ড ভাঙলেন বেঙ্কি মাইসোরেরা। গ্রিনকে দলে নিতে চড়া দাম দিতে হলেও খুশি কেকেআর সিইও।

মূলত রাসেলের পরিবর্ত হিসাবই গ্রিনকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের একাধিক দলের নজর ছিল অজি আলরাউন্ডারের দিকে। শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে সফল শাহরুখ খানের দল।

Post a Comment

Previous Post Next Post