ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্য়ে আয়োজিত চতুর্থ টি-২০ ম্য়াচ কুয়াশার কারণে বাতিল হয়ে গিয়েছে। এই ম্য়াচ শুরু করার জন্য আম্পায়াররা আপ্রাণ চেষ্টা করেন। এমনকী, ৬ বার তাঁরা মাঠ পর্যবেক্ষণেও আসেন। কিন্তু, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল, শেষপর্যন্ত আর ম্যাচ শুরু করা যায়নি। আর এই ম্য়াচটি বাতিল হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
পাশাপাশি, এই ম্য়াচটি দেখার জন্য যে সমর্থকরা মাঠে গিয়েছিলেন, তাঁরাও রীতিমতো হতাশ হয়ে পড়েন। একজন সমর্থক তো আবার দাবি করেছেন যে তিনি নাকি তিন বস্তা গম বিক্রি করে চতুর্থ টি-২০ ম্য়াচের টিকিট কিনেছিলেন। কিন্তু, একটাও বল তিনি দেখতে পেলেন না। এমনকী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে তিনি নিজের টাকাও ফেরত চেয়েছেন।
রাগে ফেটে পড়লেন সমর্থকরা
আসলে ভারত (Indian Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত এই চতুর্থ টি-২০ ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করার কথা ছিল। কিন্তু, টস করার সময় গোটা মাঠ এতটাই কুয়াশার চাদরে ঢেকে যায়, একটা স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ড পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল না। নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। যদিও এই কুয়াশার কারণে ম্য়াচ শুরুর সময় ক্রমশ পিছোতে থাকে। আম্পায়াররা মোট ৩ ঘণ্টা অপেক্ষা করেন এবং মোট ৬ বার মাঠ পর্যবেক্ষণ করে যান। কিন্তু, রাত যত বেড়েছে, এই কুয়াশার ঘনত্বও সমানুপাতিক হারে বাড়তে শুরু করে। শেষপর্যন্ত ম্যাচটি বাতিল করার কথা ঘোষণা করেন আম্পায়াররা।
ম্যাচ বাতিল হওয়ার পর সংবাদ সংস্থা ANI-এর কাছে একজন সমর্থক নিজের ক্ষোভ উগরে দেন। বললেন, 'আমি তিন বস্তা গম বিক্রি করে আজকের ম্য়াচটা দেখতে এসেছিলাম। আমাকে আমার টাকা ফেরত দেওয়া হোক।' কথা বলার সময় ওই সমর্থক কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার কোনও ম্য়াচ কুয়াশার কারণে বাতিল হয়ে গেল।