একটি ফোনই বদলে দিল ছবিটা! পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ স্পষ্ট


গত জুলাইয়ে কাশ্মীরের দাচিগামে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হওয়া দুটি অ্যান্ড্রয়েড ফোনই পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিরা পাকিস্তানের নাগরিক ছিলেন, এই দাবিকে জোরালো করেছে বলে জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এপ্রিল মাসে সংঘটিত পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা চার্জশিটে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

সোমবার জম্মুর বিশেষ এনআইএ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিট সূত্রে জানা গিয়েছে, দাচিগামের এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোন পাকিস্তান থেকেই কেনা হয়েছিল বলে নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা। এই তথ্যকেই পাক যোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে নিহত তিন জঙ্গিই ২২ এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় যুক্ত ছিল। তিনি তাদের পরিচয় দেন সুলেমান ওরফে ফয়সল জাট, আফগান এবং জিবরান হিসেবে এবং জানান, তিনজনই পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল।

এনআইএ-র চার্জশিটটি প্রায় ১,৫০০ পাতার, যেখানে হামলার পিছনের ষড়যন্ত্র, অভিযুক্তদের ভূমিকা এবং সহায়ক প্রমাণের বিস্তারিত বিবরণ রয়েছে। মোট সাত জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে দাচিগামে ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন পাকিস্তানি জঙ্গি।

চার্জশিটে পাকিস্তানি ‘হ্যান্ডলার’ সাজিদ জাট এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT) ও তার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-কেও অভিযুক্ত করা হয়েছে। নথিতে বলা হয়েছে, “পহেলগাঁও হামলার পরিকল্পনা, সহায়তা ও বাস্তবায়নে ভূমিকার জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন LeT/TRF-কে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

Post a Comment

Previous Post Next Post