মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন মিছিল। হাঁটতে শুরু করলেন তিনি। সঙ্গে একঝাক তারকা। গতকাল I-Pac-এ ইডি হানার কারণে যে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়, সেই নিয়েই নানা আলোচনা। মুখ্যমন্ত্রী নানা অভিযোগ করেছেন। তিনি তদন্ত চলাকালীন নিজের দায়িত্বে সেখানে ঢুকে গিয়ে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন।
এমনকি, খেয়াল করলে দেখা যাবে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি নানা অভিযোগ করেন। বারবার তৃণমূল সরকার জানিয়েছে, এই কাণ্ড আগামীতে তৃণমূলের যে রননীতি, বিধানসভা নির্বাচনে - তাতে আঘাত হানার চেষ্টা করছে। এবং, আজ দুপুর গড়াতেই নিজের দলের সাংসদ এবং তারকাদের হাতে হাত মিলিয়েই তিনি হাঁটতে শুরু করেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে, এক লাইনে হাঁটছেন দেব থেকে সোহম, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, লাভ্লি মৈত্র। এছাড়াও আরও অনেকেই তাঁরা রয়েছেন। যদিও বা তাঁরা, সবসময় দিদির ডাকে সাড়া দেন। তিনি যে কাজেই ডাকেন না কেন, তাঁরা হাজির হয়েছেন সেখানেই। দেখা যাচ্ছে সৌমিত্রিশা থেকে সোহেল এবং তিয়াশা লেপচাকে। আরও অনেকেই রয়েছেন সেখানে।
দেবের সঙ্গে রয়েছেন সায়নী ঘোষ। এছাড়াও দেখা যাচ্ছে, কাঞ্চন মল্লিককে। এদিকে, মিছিল শুরু হওয়ার আগেই বাবুলকে জড়িয়ে ধরলেন দেব। তাঁদের মধ্যে কিছু কথোপকথন হয়। প্রসঙ্গে, প্রায় ৭ কিমি রাস্তা তাঁরা মিছিল করছেন। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড়ে গিয়ে শেষ হবে, এই মিছিল।