ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি আপাতত আগুন জ্বালাচ্ছেন। গত ৫ ইনিংসে তিনি তিনটে হাফ সেঞ্চুরি এবং জোড়া শতরান করেছেন। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেন। মাত্র ৭ রানের জন্য শতরান করতে পারেনি তিনি।
আশা করা যেতে পারে, চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বিরাটের এই ধামাকা পারফরম্যান্স অব্যাহত থাকবে। রাজকোটে বিরাটের সামনে ২ বড় রেকর্ড চুরমার করার সুযোগ রয়েছে। যদি কোহলি এই বিধ্বংসী ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) অনায়াসে টেক্কা দিতে পারবেন।
কিং কোহলির সামনে ২ বড় রেকর্ড
আপনারা সকলেই জানেন, কোহলি সম্প্রতি টানা ৫ ম্যাচে লাগাতার ৫০ প্লাস স্কোর করেছেন। এই তালিকায় বিরাট আপাতত শচীনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন। যদি আজকের ম্যাচে তিনি আরও একটা হাফ সেঞ্চুরি হাঁকাতে পারেন, তাহলে একসঙ্গে শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে ফেলতে পারবেন। প্রসঙ্গত, রোহিত এবং রাহুল টানা পাঁচ ম্যাচে ৫০+ প্লাস রান করেছেন।
পাশাপাশি রাজকোটে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট যদি আর একটা সেঞ্চুরি করতে পারেন, তাহলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিক হবেন তিনি। কোহলি এবং সেহওয়াগ এখনও পর্যন্ত ৬ করে শতরান করেছেন। বরোদায় মাত্র সাত রানের জন্য এই মাইলফলক মিস করেছেন তিনি। যদিও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেহওয়াগের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বিরাটের সামনে।