কয়েকদিন হালকা শীতের পর ফের একবার শীতের খেলা শুরু। বুধবার সকাল থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটা নিচের দিকে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রিতে নেমেছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
নতুন বছরের শুরু থেকেই শীতের খেলা দেখা গিয়েছে। তবে কয়েকদিন একটু শীত কম ছিল। সেখান থেকে ফের একবার শীত ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন অংশে জাঁকিয়ে পড়ছে।
কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন অংশেও তাপমাত্রার পারদ নামছে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতির এখন বদল হবে না।