২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অবসরগ্রহণ করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। তারপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন। পরবর্তীতে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে সৌমেন সেনের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার তিনি মেঘালয় চলে যান। এরপর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল। এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হলেন তিনি।
প্রসঙ্গত, বিচারপতি সুজয় পালের (Sujoy Paul) বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০১১ সাল থেকে দীর্ঘদিন মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারকের দায়িত্ব সামলেছেন বিচারপতি পাল। গতবছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বদলি করা হয়েছিল তাঁকে।