বিজয় হাজারে শেষ হওয়ার আগেই থমকাল সরফরাজ়-ঝড়, দুর্ঘটনার কবলে মুম্বই-তারকা


সরফরাজ় খানের ভাগ্য মোটেও সহায় হচ্ছে না। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন সরফরাজ়। ঝোড়ো ব্যাটিং করে ভারতীয় নির্বাচকদের মোক্ষম জবাবও দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ-ই ছন্দপতন। বড় ম্যাচের ঠিক আগে আঙুলে চোট পান সরফরাজ়। গুরুতর চোটের জেরে তাঁর আঙুল ভেঙে গিয়েছে। এর ফলে কর্নাটকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। স্বাভাবিক ভাবেই তাঁর অনুপস্থিতি মুম্বই দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। সোমবার কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের ব্যাটিং রীতিমতো নড়বড় করেছে।

সরফরাজ়ের জায়গায় কে সুযোগ পেলেন?
এখন প্রশ্ন হলো, কর্নাটকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুম্বই দলে সরফরাজ়ের জায়গায় কে খেলছেন? সরফরাজ়ের জায়গায় ওপেনার ঈশান মূলচন্দানি সুযোগ পেয়েছেন। তবে মূলচন্দানি কর্নাটকের বিরুদ্ধে কোনও ছাপ রাখতে পারেননি। ৩২ বল খেলে তিনি ২টি চার মেরে মাত্র ২০ রান করেছেন। মুম্বই নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। একমাত্র শামস মুলানি ৯১ বলে ৮৬ রান করেন। বাকিরা কেউ ৪০ রানেও পৌঁছতে পারেননি।

Post a Comment

Previous Post Next Post