বাংলাদেশের পর বিশ্বকাপ থেকে এবার নাম প্রত্যাহারের পথে পাকিস্তানও? সামনে এল চাঞ্চল্যকর খবর


আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে পাকিস্তানের (Pakistan Cricket) অংশগ্রহণ নিয়ে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়েছে।বাংলায় একটি প্রবাদ রয়েছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। পাকিস্তান ক্রিকেট দলের অবস্থা অনেকটা তেমনই হয়েছে। ভারতে খেলতে না আসার ব্যাপারে বেঁকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই ঝামেলায় ইচ্ছাকৃতভাবে নিজেদের নাক গলাল পাকিস্তান। জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ইতিমধ্যে জাতীয় ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছে, জাতীয় ক্রিকেট দল যেন বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দেয়।

বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান আদৌ অনুশীলন করবে কি না, তা টিম ম্য়ানেজমেন্টকে পরবর্তীকালে জানানো হবে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি একান্তই বিশ্বকাপ বয়কট করে, সেক্ষেত্রে বিকল্প কী পরিকল্পনা রয়েছে, সেই ব্লু-প্রিন্টও জমা দিতে বলেছে পিসিবি। 

গত একমাস ধরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং বিসিবি-র মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, সেটা আর নতুন করে বলার দরকার নেই। ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই BCCI এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আইসিসি-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে।

বাংলাদেশের পাশেই দাঁড়াল পাকিস্তান
এই ঘটনায় বাংলাদেশের পাশেই দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে বাংলাদেশ যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করেছে, তাতে কার্যত সায় দিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে তারা এও জানিয়েছে, যদি বাংলাদেশ সমস্যার আশু সমাধান না হয়, সেক্ষেত্রে হয়ত পাকিস্তান নিজেদের অবস্থান নিয়ে পুনরায় আলোচনা করবে।

Post a Comment

Previous Post Next Post