রাজ্য জমি দিচ্ছে না বলে বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে কাঁটাতার লাগানো যাচ্ছে না, এমন অভিযোগ দীর্ঘ সময় ধরেই সামনে এসেছে। এবার এক প্রাক্তন সেনাকর্মীর করা মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট। জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যকে সময় বেঁধে দিল আদালত। প্রায় ১৮০ কিমি জমির জন্য টাকা দিয়েছে কেন্দ্র। আগামী মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে সেই জমি হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।