ভারতের মাটিতে আদৌ ২০২৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলবে কি না, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতেই আসতে হবে। যদি বাংলাদেশ একান্তই না আসে, সেক্ষেত্রে স্কটল্যান্ডকে আইসিসি ব়্যাঙ্কিং অনুসারে খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু, ভেন্যু পরিবর্তন করা কোনও পরিস্থিতিতে আর সম্ভব নয়। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত গ্রহণ করবে, তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।
তবে বাংলাদেশের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় এই বিষয়ে কিছুটা হলেও ছবিটা স্পষ্ট করেছেন। সম্প্রতি BPL-এর একটি ম্যাচের শেষে তিনি জানিয়েছেন, 'বিশ্বকাপের বিষয়টা এখন আর আমাদের হাতে নেই। আর যে বিষয়টা আর আমাদের হাতে নেই, সেটা নিয়ে চিন্তা করা একপ্রকার সময়েরই অপচয়।'
কী নিয়ে সমস্যার উত্থাপন?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই BCCI এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আইসিসি-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই পরিস্থিতিতে আইসিসি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে চরম হুঁশিয়ারি। এই নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে BCB-কে।