SIR শুনানি ও ফর্ম জমা ঘিরে রণক্ষেত্র লালবাগ ও দুর্গাপুর, পুলিশ গাড়ি ভাঙচুর, দফায় দফায় সংঘর্ষ


SIR শুনানি এবং ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের লালবাগ এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। শাসক ও বিরোধী শিবিরের সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দুই জেলাতেই।

লালবাগে পুলিশের গাড়ি ভাঙচুর
সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদের লালবাগ মহকুমা শাসক (SDO) দপ্তরের সামনে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, SIR প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হচ্ছে। অন্যদিকে, দপ্তরের ঠিক বাইরেই পাল্টা সহায়তা ক্যাম্প খুলেছিল তৃণমূল কংগ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়।

একে অপরকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে পুলিশ এগিয়ে এলে উত্তপ্ত জনতা পুলিশের ওপর চড়াও হয়। বিক্ষোভকারীদের ছোঁড়া ইটে গুঁড়িয়ে যায় পুলিশের গাড়ির কাঁচ। মহকুমা শাসকের দপ্তরের মতো হাই-প্রোফাইল এলাকায় পুলিশের সামনেই এই নজিরবিহীন তাণ্ডবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

অন্যদিকে, এদিন মুর্শিদাবাদের কান্দিতেও SIR শুনানি ঘিরে অশান্তি ছড়ায়। মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

দুর্গাপুরেও একই চিত্র
অন্যদিকে, একই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল দুর্গাপুরও। সোমবার সকালে সেখানে ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশ কর্মীরা মাঝপথে দাঁড়িয়েও দু’পক্ষকে শান্ত করতে হিমশিম খান। দীর্ঘক্ষণ এলাকা জুড়ে উত্তেজনা বজায় ছিল।

Post a Comment

Previous Post Next Post