রীতিমতো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে শহরে সক্রিয় কিডনি পাচার চক্র ।


রীতিমতো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে শহরে সক্রিয় কিডনি পাচার চক্র । 
পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করলে বাঁশদ্রনীর এক বাসিন্দার। 

অরূপ দি বলে ওই ব্যক্তির দাবি 2001 সালে বিজ্ঞাপন দেখে তিনি একটি কিডনি দেন  । টাকা দেওয়ার কথা থাকলেও প্রতারণা করে চক্রটি। তার আরো দাবী ২০ বছর পর ফের সক্রিয় হয়েছে কিডনি পাচার চক্রটি তাদের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে রণবীর রাজাক নামে এক ব্যক্তি তাকে রুবি মোরে দেখা করতে বলেন ।
ভবানীপুরের গোবিন্দ বোস লেন এর বাসিন্দা অভিযুক্ত রানবিরের দাবী ২০১৩ সালে তিনিও ওই চক্রের কাছে কিডনি বিক্রি করেছিলেন । লকডাউনে কাজ চলে যাওয়ায় তিনিও ওই চক্রে যোগ দেন । 

Post a Comment

Previous Post Next Post