ত্রিপুরায় বিজেপিকে হারিয়ে সে রাজ্য জয়কে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারি ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি। তাঁরা জামিন পেলেও তৃণমূল কর্মীদের গ্রেফতারির সংখ্যা বাড়ছে। এই আবহে দলের কর্মীদের ওপর হামলা রুখতে ফের আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ।
ঘাসফুল শিবিরের সাংসদ দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, আবীররঞ্জন বিশ্বাস, আবু তাহের খান ছাড়াও এই দলে থাকছেন ক্ষিতি গোস্বামী কন্যা বসুন্ধরা গোস্বামী। শুক্রবারের এই ত্রিপুরা সফরে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। ইতিমধ্যেই আগরতলায় রয়েছেন সাংসদ শান্তনু সেন ও আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে পৌঁছে পরবর্তী কর্মসূচি স্থির করবে তৃণমূলের প্রতিনিধিদল, এমনটাই সূত্রের খবর।