আর মাত্র ২ দিন পরেই স্বাধীনতা দিবস। তেরঙ্গা, জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ, দেশাত্মবোধক বার্তা - সবকিছু নিয়ে আরও একটা উদযাপনের দিন, স্মরণের দিন, শ্রদ্ধাজ্ঞাপনের দিন, গর্বিত হওয়ার দিন । আসমুদ্রহিমাচলের একসুরে গাওয়ার দিন, আগামীর শপথ নেওয়ার ক্ষণ। সরকারি অফিস থেকে সাধারণের বাড়ির ছাদ - সবখানে উড়বে সেদিন স্বাধীন ভারতের তেরঙা পতাকা। বছরের এই সময়টা বরাবরই পতাকা বিক্রেতাদের কাছে বিশেষ দিন। করোনা আবহে গত বছর পতাকার চাহিদায় ঘাটতি ছিল। এ বছর তা অনেকটাই কেটেছে।
হাওড়ার উনসানি গ্রাম। অনেকেই এখানে জাতীয় পতাকা তৈরি করেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই বিক্রি বেড়েছ বলেই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। চাহিদার সঙ্গে তাল মেলাতে ৩-৪ মাস আগে থাকতেই জাতীয় পতাকা তৈরির কাজ শুরু করে দেন তাঁরা। এলাকার এক ব্যবসায়ী রাজু হালদার জানালেন, এই বছর চাহিদা বেশ ভাল। প্রতিদিন প্রায় ৪০০ টি পতাকা তৈরি হচ্ছে তাঁর কারখানায়। শ্রমিকদের মধ্যেও তাই যথেষ্ট আনন্দ-উদ্দীপনা। গতবছর এই সময়টা একেবারেই ভাল যায়নি ব্যবসার দিক থেকে। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়েন তাঁরা। তবে এবছর দ্বিতীয় ঢেউতে নাকাল হওয়ার পরেও জাতীয় পতাকার চাহিদাটা একেবারেই কম নয়। যদিও বছরের বড় একটা সময় শ্রমিকরা কাজ করতে পারেননি