Dilip Ghosh: 'বানান ভুল', দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা


নিজস্ব প্রতিবেদন: অভিনব প্রতিবাদ। সংসদে বিক্ষোভ দেখানোর সময় দিলীপ ঘোষের প্ল্যাকার্ডে কন্যাশ্রী বানান ভুল। তারপরেই প্রতিবাদ জানায় হাত শিবির। বিজেপি নেতাকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। ই-মেল করে বর্ণপরিচয়ের পিডিএফ পাঠালেন তিনি। লিখেছেন, 'দায়িত্বশীল নাগরিক হিসাবে এটা কর্তব্য।' 

Post a Comment

Previous Post Next Post