মুকুল রায়ের ভূমিকায় ক্রমেই তৈরি হচ্ছে ধন্দ !
অসংলগ্ন কথা বলছেন মুকুল, না কি পুরোটাই তাঁর কৌশল? রাজনৈতিক মহলে দেখা দিয়েছে প্রশ্ন
বিধায়ক হিসেবে তিনি নিজেকে বলছেন বিজেপি। পিএ কমিটির চেয়ারম্যান হিসেবেও বলছেন তিনি বিজেপি মনোনীত !! কিন্তু তিনিই কিছুদিন আগে ঘটা করে তৃণমূলে ফিরে যান। অথচ প্যাকের চেয়ারম্যান হিসেবে বিজেপির দিকে থেকেই দিচ্ছেন উত্তর। আবার একদম উল্টো ভূমিকায় দেখা যাচ্ছে ত্রিপুরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে।
খুব একটা ক্ষুরধার না হলেও, ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের উপর আক্রমণের অভিযোগে বিজেপির নিন্দাই করেছেন তিনি। সেই সঙ্গে আগামী নির্বাচনে ত্রিপুরায় ঘাস-ফুল শিবিরের সম্ভাবনার কথা তুলতে তিনি বলছেন, আগের থেকে ভাল ফল তো হবেই তৃণমূলের।
আবার উপনির্বাচনের প্রসঙ্গ তুলতেই মুকুলের গলায় অন্য সুর। বলছেন বিজেপির হয়ে দাঁড়ালে ভোটে জিতবেন কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে তিনি জিতবেন কি না তা ঠিক করবেন মানুষই। অর্থাত্ তখন তিনি বিজেপি হিসেবে তুলে ধরছেন। আবার ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক প্রশ্নে তিনি নিজেকে বলছেন তৃণমূল নেতা !!
ফলে মুকুলের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।