নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে বড় স্বস্তি দেশে। প্রায় ২০১ দিন পর ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমল ২০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১৮ হাজার ৭৯৫। একইসঙ্গে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৭৯ জন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ২ লক্ষ ৯২ হাজার ২০৬ হয়েছে। দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও তিন লক্ষের নীচে নেমেছে।
এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছে ২৬ হাজার ৩০ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪। দেশ জুড়ে এখনও পর্যন্ত ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ১১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।