কালীঘাটে শোভন-বৈশাখী, SIR আবহে গর্জে উঠলেন অভিষেক, 'আগামী নির্বাচনে BJP-র হার অনিবার্য..'


কলকাতা: কালীঘাটে শোভন-বৈশাখী, স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি মনে করি গণতন্ত্রে যে কোনও রাজনৈতিক দল, কে কোন রাজনৈতিক দল ধরবে, সেটা বেছে দেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যখানে, কয়েকবছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আপনারাও তা দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদনক্রমে, শোভনদা এবং বৈশাখীদি-দুজনকে ঘরে ফেরানো হয়েছে। সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। এবং আমি সকলের কাছে অ্যাপিল করব, জাতি-দলমত নির্বিশেষে ..যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত হানছে। কেন্দ্রের বৈমাত্রিক সুলভ আচরণ-সহ ৫ বছর ধরে আঘাত, বাংলার প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই কেন্দ্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।....যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়। সেই লড়াইটা আপামোর জনগণের, ১০ কোটি বঙ্গবাসীর। '

Post a Comment

Previous Post Next Post