ভবানীপুরে দিলীপের প্রচারে ধুন্ধুমার! মামলা রুজু পুলিশের


সোমবার শেষদিন ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই প্রচার চলাকালীন ধুন্ধুমার ঘটনা ঘটে ভবানীপুরে। BJP-র তরফে অভিযোগ করা হয় তাঁদের নেতাকে নিগ্রহ করা হয়েছে। এবার ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রজু করেছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।

ধুন্ধুমার ওই ঘটনায় নারায়ণ সিং নামে BJP-এর এক নেতার মাথা ফেটে যায় বলে দাবি করেছে পদ্ম শিবির। কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি। পরে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, উপনির্বাচন স্থগিত রাখা উচিত। ভবানীপুরের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের জবাব তলবও করে জাতীয় নির্বাচন কমিশনও।

পদ্ম শিবিরের তরফে দাবি করা হয়েছে, সোমবার BJP নেতারা ভবানীপুরে প্রচারে আসতেই তৃণমূল সমর্থকেরা BJP নেতার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। একটি অটো থেকে ওই স্লোগান দেওয়া হয়েছিল বলেই দাবি করছেন BJP কর্মী সমর্থকরা।
প্রাক্তন রাজ্য BJP সভাপতি যদুবাবু বাজারে ঢুকতেই উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল সমর্থকেরা। পালটা জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকেন BJP নেতা-কর্মীরা। এরই মধ্যে দিলীপ ঘোষের উপর কিছুলোক চড়াও হয় বলে দাবি। নিরাপত্তা রক্ষীরা দিলীপ ঘোষকে কোনও ক্রমে সেখান থেকে বের করে আনেন। এসময় এক নিরাপত্তা রক্ষীর হাতে বন্দুক উদ্যত থাকতেও দেখা যায়।
ভবানীপুরে এই প্রচারে যাওয়ার আগেই সোমবার সকালে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, 'বাংলায় হিংসার রাজত্ব চলছে। দলের একাধিক কর্মীকে হত্যা করা হচ্ছে।' পাশাপাশি তিনি বলেন, 'ভয়ের রাজনীতি, হিংসার রাজনীতি আর লোভের রাজনীতি। বাংলায় এটাই তৃণমূলের রেসিপি।'

Post a Comment

Previous Post Next Post