ডায়মন্ড হারবার রোডের একাংশ এখনও জলমগ্ন, জল ডিঙিয়েই ভোট দিতে যাচ্ছেন ভোটাররা


আলিপুর : আলিপুর বডিগার্ড লাইন্সের পাশে ডায়মন্ড হারবার রোডের একাংশে এখনও জল জমে রয়েছে। তাই জল ডিঙিয়েই ওই এলাকার দুটি বুথে ভোট দিতে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জমা জলের কারণে রাস্তার একদিক বন্ধ থাকায় সকালের ব্যস্ত সময়ে ওই এলাকায় যানজট তৈরি হয়। যদিও ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া, ভোটারদের অসুবিধা হবে না, বুথের সামনে জল নামানো হয়েছে।

এদিকে আজ সকাল থেকে চেতলায় ৮২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গতকাল রাত দুটো পর্যন্ত খিদিরপুরে জল নামানোতে তাঁর তৎপরতা দেখা যায়। তিনি বলেন, "আর কোনও অসুবিধা নেই। ভোটাররা বেরোলেই সোজা ভোট দিতে যেতে পারবেন। কোনও রাস্তায় আর জল নেই। জমা জল দেখতে গতকাল পথে নেমেছিলেন ফিরহাদ। একবালপুরে পুরসভার প্রসূতি সদনে পুর কমিশনার বিনোদ কুমার-সহ পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

কলকাতার জমা জল নিয়ে গতকালই সুর চড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "প্রশাসনের কোনও প্রস্তুতি থাকে না। পুলিশ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর পরিবারকে সুরক্ষা দিতে ব্যস্ত। কালীঘাট চত্বরে সুরক্ষা দেওয়া কাজ। আর বাকি রইল জল জমা। লন্ডনের জায়গায় কলকাতা ভেনিস হয়ে গেছে। তিলোত্তমা কলকাতাকে জলোত্তমা কলকাতা বানিয়ে ফেলেছে।"

Post a Comment

Previous Post Next Post