বুথের সামনে EVM, তবে নকল! সামশেরগঞ্জে শোরগোল, যে অভিযোগ উঠছে...


#সামশেরগঞ্জ: সকাল থেকেই ভোট শুরু হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর-সামশেরগঞ্জে (Jangipur Samsherganj Poll 2021)। মুর্শিদাবাদে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১৬.৯ শতাংশ। এরই মধ্যে মারাত্মক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সামশেরগঞ্জে ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে তৃণমূলের যে বুথ অফিস হয়েছে, তার সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

বিজেপি সহ বাকি বিরোধীদের অভিযোগ, ওই নকল EVM-এর মাধ্যমে তৃণমূল কর্মীরা দেখিয়ে দিচ্ছেন, কোথায় ভোট দিতে হবে। এমনকী ওই নকল ইভিএম-এ কেবলমাত্র তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের নাম রয়েছে। ঘটনাটি ঘটেছে মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি ও কংগ্রেস। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে, অভিযোগ পাওয়ার পরই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

তবে, অভিযোগের এখানেই শেষ নয়, সামশেরগঞ্জের দোগাছি গ্রাম পঞ্চায়েতে গিয়ে ভোটারদের প্রভাবিত করে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলছেন আমিরুল, এমনই অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী।

Post a Comment

Previous Post Next Post