আহিরীটোলা লেনে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপে আটকে শিশু


মধ্যরাত থেকে নাগাড়ে চলা বৃষ্টিরজেরে উত্তর কলকাতায় ভেঙে পড়ল বাড়ি। বুধবার সকালে আহিরীটোলা লেনে একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। এক শিশুকন্যা সহ তিনজন আটকে পড়ে ধ্বংসস্তূপের তলায়। এর মধ্যে দু'জনকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হলেও শিশুটি এখনও ভাঙা অংশের তলায় চাপা পড়ে আছে বলে আশঙ্কা। উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী শশী পাঁজা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জরাজীর্ণ এই বাড়িটির একাংশ এদিন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টা নাগাদ ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। ৯ নম্বর আহিরীটোলা লেনের ওই দোতলা বাড়িটিকে পুরসভার তরফে বিপজ্জনক হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। দমকলের অনুমান, টানা বৃষ্টিতে আরও ক্ষয়িষ্ণু হয়ে পড়ে বাড়িটির ভীত। দেওয়াল ধসে গিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়ে সেটি।ভেঙে পড়া চাঙড় সরাতে গ্যাস কাটারের ব্যবহার করেন দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় আটকে থাকা পরিবারের দু'জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন গঙ্গা ঘোরুই ও সুশান্ত ঘোরুই। মহিলাটি অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে। এদিনই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল বলে খবর। ধ্বংসস্তূপের মধ্যে এখনও এক শিশু আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স প্রস্তত রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post