দেশে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচেই। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৮৭০।
দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৭,১৬,৪৫১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩,২৯,৮৬,১৮০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮,১৭৮ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৪৭,৭৫১ জনের। এখন দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ৮৭,৬৬,৬৩,৪৯০ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫৪,১৩,৩৩২ জনের।