চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে বসে মা, দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের


 রবিনসন স্ট্রিটের ছায়া বাঁকুড়ায়। চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে ছিলেন মা। শেষমেশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তরুণীর।

ঘরের মধ্যে মেয়ের দেহ আগলে রয়েছেন মা। বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। এরপর তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ছবি বাঁকুড়া শহরের কুচকুচিয়া মাঠপাড়া এলাকার। রবি সূত্রধর নামে এক প্রতিবেশী জানাচ্ছেন, কয়েকদিন মেয়েকে দেখতে পাচ্ছিলাম না দুর্গন্ধ পাই, তাই পুলিশে খবর দিই। 

বছর সাতাশের মৃত তরুণীর নাম কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, অবিবাহিত মেয়েকে নিয়ে থাকতেন মা। বাড়িতে আর কেউ নেই। রবিবার থেকে তরুণীকে আর বাইরে দেখা যায়নি। এনিয়ে মাকে প্রশ্ন করা হলে জানান, তাঁর মেয়ে অসুস্থ। এরপর এদিন দুর্গন্ধ বেরোতেই গোটা বিষয়টি সামনে আসে। খাটের উপর মেয়ের দেহ আগলে রয়েছেন মা। প্রতিবেশীরা জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনই মানসিক ভারসাম্যহীন।

Post a Comment

Previous Post Next Post