বুধবার হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেওয়ার পাশাপাশি কুলদীপ লিখেছেন, ‘সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে। এ বার পুরো সুস্থ হয়ে উঠতে হবে। আর সেই সফরও শুরু হয়ে গেল। সকলে যে ভাবে আমার পাশে ছিলেন, সমর্থন করেছেন, তার জন্য ধন্যবাদ। এখন লক্ষ্য হল, রিহ্যাবে মন দেওয়া। এবং পুরো ফিট হয়ে ওঠা। যত তাড়াতাড়ি সম্ভব আমি মাঠে ফিরতে চাই।’
ডান হাঁটুর চোট এতটাই গুরুতর ছিল যে, সেই চোটের জায়গায় অস্ত্রোপচার করতে হল কুলদীপ যাদবকে। এবং সেই অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে বলে বুধবার দুপুরে নিজেই টুইটে এ কথা জানান কুলদীর। আইপিএলের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহীতে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন কুলদীপ। যে কারণে আইপিএলের মাঝপথে তাঁকে দেশে ফিরে আসতে হয়।