Bank Holidays অক্টোবরে (October Banking) ব্যাঙ্কের কাজ মেটাবার আগে অন্তত একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার ব্যাঙ্কের ছুটির (Bank Holidays List) তালিকায়। উৎসবের মরসুমে ব্যাঙ্কের কাজও প্রচুর। আবার ব্যাঙ্কের ছুটির তালিকাও বেশ দীর্ঘ।
আসুন দেখে নেওয়া যাক অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা।
অক্টোবর ১: ব্যাঙ্ক অর্ধবর্ষ অক্টোবর ২: গান্ধী জয়ন্তী অক্টোবর ৩: রবিবার অক্টোবর ৬: মহালয়া অক্টোবর ৭: নবরাত্রি ব্রতারম্ভ ও ত্রিপুরা, মেঘালয়ে আঞ্চলিক ছুটি অক্টোবর ৯: দ্বিতীয় শনিবার অক্টোবর ১০: রবিবার
অক্টোবর ১১ থেকে ১৫: দুর্গাপুজো অক্টোবর ১৭: রবিবার অক্টোবর ১৮: কাটি বিহু (অসম) অক্টোবর ১৯: ঈদ-এ-মিলাদ অক্টোবর ২০: লক্ষীপুজো অক্টোবর ২২: ঈদ-এ-মিলাদ-উল-নবি অক্টোবর ২৩: চতুর্থ শনিবার অক্টোবর ২৪: রবিবার