গুলাব' (Cyclone Gulab) ঝড়ের থেকে এখনই মিলছে না রেহাই। বৃহস্পতিবারই 'শাহিন' (Cyclone Shaheen) নাম নিয়ে ফিরে আসতে চলেছে এই সাইক্লোন। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া গুলাহ ঝড় পুনরায় আরব সাগরে জন্ম নিতে চলেছে। ছত্তিশগড়, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং গুজরাটে এই সাইক্লোনটিই তাণ্ডব চালাতে পারে। সেই সময় ঝড়টির নাম হবে 'শাহিন'। বিষয়টিকে আবহাওয়ার একটি বিরল মুহূর্ত বলেই উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।
গত রবিবার বঙ্গোপসাগরে উৎপত্তি হয় গুলাব ঝড়ের। পূর্ব ভারতে মূলত এই ঝড়ের দাপট লক্ষ্য করা যায়। জানা যাচ্ছে বৃহস্পতিবারই এই ঝড় রুট পরিবর্তন করে যাবে দেশের পশ্চিমভাগে। গুলাবের নতুন নামকরণ করা হয়েছে 'শাহিন'। নামকরণ করেছে কাতার। ছত্তিশগড়, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং গুজরাটে শাহিনের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহিনের শক্তি বৃদ্ধি হবে বলে খবর। এছাড়াও মৌসম ভবনের আপডেট জানাচ্ছে, আগামী ১ অক্টোবর এই ঝড় সরে যাবে ওমানের দিকে।
আরব সাগরের উত্তর-পূর্ব এবং গুজরাট উপকূলের সংযোগস্থলে উৎপন্ন হবে শাহিন সাইক্লোন। যা শক্তিবৃদ্ধি করে বৃহস্পতিবার বিকেলে তাণ্ডব চালাতে পারে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমের রাজ্যগুলিতে ঝড়টির আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। এটি মূলত পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার সময় ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে মহারাষ্ট্র এবং গুজরাটে। ইতিমধ্যেই এর প্রভাবে মহারাষ্ট্রে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।