নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখেই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত। দলবদলের পর এই দাবি করলেন সদ্য প্রাক্তন বাম নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন,''বিজেপিকে টুকড়ে টুকড়ে করব।''
কানহাইয়া কুমার ও তাঁর দলবলদের 'টুকড়ে টুকড়ে গ্যাং' বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা। সেই শব্দবন্ধেই গেরুয়া শিবিরকে বিঁধেছেন জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা। তাঁর কথায়, ''আমায় টুকড়ে টুকড়ে গ্যাং বলে তকমা দিয়েছে বিজেপি। আমি ওদের টুকরো টুকরো করব। গান্ধীকে নয় গডসেকে দেশের পিতা হিসেবে দেখে ওরা। খালি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে গান্ধীভক্তি দেখায়।'' মোদী-শাহকে 'নাথুরাম বানাই জোড়ি' বলেও খোঁচা দিয়েছেন কানহাইয়া (Kanhaiya Kumar)।
রাহুলকে গান্ধীকে দেখে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেন কানহাইয়া (Kanhaiya Kumar)। তাঁর বক্তব্য,''দেশের যুব সম্প্রদায় মনে করছে, রাহুল গান্ধী সৎ ও সাহসী নেতা। ওঁর লড়াইয়ে সত্যতা রয়েছে। অনেকে নানা ধরনের প্রস্তাব দেন। কিন্তু যুবকদের সামনের সারিতে নিয়ে যেতে চান রাহুলজি। ওঁর মধ্যে মমত্ব আছে।'' কংগ্রেসকে শক্তিশালী করতেই তাঁর দলবদল বলেও দাবি করলেন কানহাইয়া। তাঁর অভিমত,''স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার ঐতিহ্য রয়েছে কংগ্রেসের। দেশের স্বাধীনতা রক্ষায় এই দলকে শক্তিশালী করতে হবে।''
রাহুলকে গান্ধীকে দেখে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেন কানহাইয়া (Kanhaiya Kumar)। তাঁর বক্তব্য,''দেশের যুব সম্প্রদায় মনে করছে, রাহুল গান্ধী সৎ ও সাহসী নেতা। ওঁর লড়াইয়ে সত্যতা রয়েছে। অনেকে নানা ধরনের প্রস্তাব দেন। কিন্তু যুবকদের সামনের সারিতে নিয়ে যেতে চান রাহুলজি। ওঁর মধ্যে মমত্ব আছে।'' কংগ্রেসকে শক্তিশালী করতেই তাঁর দলবদল বলেও দাবি করলেন কানহাইয়া। তাঁর অভিমত,''স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার ঐতিহ্য রয়েছে কংগ্রেসের। দেশের স্বাধীনতা রক্ষায় এই দলকে শক্তিশালী করতে হবে।''