দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪২। একদিনে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৮১৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ১৩ হাজার ৯০৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭। যা গত ১৯৯ দিনে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।