ভবানীপুর উপনির্বাচনে (By-Poll) আজ হাইভোল্টেজ লড়াই। একদিকে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) এবং সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস। গত কয়েক সপ্তাহ ধরে জমজমাট প্রচার করেছেন তিন আইনজীবী। আজ ফলাফল ঘোষণার দিন। কার ভাগ্যের শিকে ছেঁড়ে সেদিকে তাকিয়ে গোটা বাংলা তথা দেশ।
একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। উপনির্বাচনে শোভনদেবকে টপকালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দশম রাউন্ড শেষে তিনি পেয়েছেন ৮২ হাজার ১২২ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) পেয়েছেন ১০৮৭৭টি ভোট। সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ১২৩৪টি ভোট। ৩১ হাজার ৬৪৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।