আরও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ! দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে তেলের লেটেস্ট দাম


শনিবার নিয়ে লাগাতার তৃতীয় দিন পেট্রোল ও ডিজেলের (Petrol Price Today) দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বাড়তে থাকায় বর্তমানে দেশের প্রায় সমস্ত শহরে জ্বালানির দাম রেকর্ড করে ফেলেছে ৷ একাধিক শহরে ১১০ টাকা প্রতি লিটার পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম ৩০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷

বর্তমানে মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি (১১৩.২৮ টাকা প্রতি লিটার) আর রাজস্থানে (শ্রীগঙ্গানগরে ১১৩.০১ টাকা প্রতি লিটার) ৷

কলকাতা- পেট্রোল ১০২.৭৭ টাকা, ডিজেল ৯৩.৫৭ টাকা
গত ৭ দিনে আজ নিয়ে লাগাতার ৬দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল ৷ বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাসের দাম ৬২ শতাংশ বাড়িয়েছে কেন্দ্র 

Post a Comment

Previous Post Next Post