খুদে শিল্পীদের নিয়ে চলছে মহালয়ার শুটিং। খবর বাংলা সংবাদ ও ঋত্বিকা ডান্স একাডেমির এবছরের নিবেদন।


ঋত্বিকা ডান্স একাডেমি এবং খবর বাংলা সংবাদ এই বছরের মহালায়া উপলক্ষে নিবেদন ।
চলছে মহালায়ার শুটিং পর্ব ১২৯ নম্বর ওয়ার্ড মোহিনী কুঞ্জ শিশু উদ্যানে। 
আগামী ৬ ই অক্টোবর মহালয়ার দিনে সকাল সাতটার সময় খবর বাংলা সংবাদ এর পর্দায় সম্প্রচারিত হবে এই মহালয়া  । ক্ষুদে শিল্পী এবং আরো অন্যান্য শিল্পীদের নিয়ে ঋত্বিকা সিনহার প্রযোজনা এবং পরিচালনায় এবং খবর বাংলা সংবাদের সহযোগিতায় আসতে চলেছে এই মহালয়া অনুষ্ঠান।
চোখ রাখুন খবর বাংলা সংবাদ এর পর্দায় ।

Post a Comment

Previous Post Next Post