ফি বাকিতে বন্ধ নয় ক্লাস,পড়ুয়া ফেরাতেও নির্দেশ


স্কুলের ফি বাকি থাকায় কোনও বোর্ডের কোনও পড়ুয়াকে বহিষ্কার তো দূরে থাক, ক্লাসও বন্ধ করে দিতে পারবেন না কর্তৃপক্ষ। করোনা-আবহে বেসরকারি স্কুলের ফি নিয়ে মামলায় শুক্রবার এই কথা ফের স্পষ্ট করে জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। ফি বিতর্কের মামলায় কিছু স্কুলের বিরুদ্ধে এই মাসে চলা অর্ধবার্ষিকী পরীক্ষায় পড়ুয়াদের বসতে না দেওয়ার অভিযোগ করা হয় আদালতে।

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যদি কাউকে বহিষ্কার করা হয়ে থাকে, তাকে ফিরিয়ে নিতে হবে। কোনও ভাবেই পড়ার সুযোগ থেকে কোনও শিক্ষার্থীকে বঞ্চিত করা যাবে না।
ফি আটকে থাকায় কোটি কোটি টাকা বকেয়ার পরিস্থিতিতে পুজোর মুখে কর্মী ও শিক্ষকদের বেতন দিতে পারা যাচ্ছে না বলে এ দিন আদালতে দাবি করা হয় কিছু স্কুলের তরফে। আবার হাইকোর্টের গত বছর ১৩ অক্টোবরের ফি সংক্রান্ত নির্দেশ অমান্য করে স্কুলগুলি এ বছর নতুন বাড়তি ফি চাপিয়ে দিয়েছে বলে পাল্টা অভিযোগ ওঠে। স্কুলগুলিকে বাড়তি ফি নেওয়া থেকে বিরত করতে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানানো হয় অভিভাবকদের তরফে। আদালত প্রশ্ন করে, স্কুলগুলির বিরুদ্ধে এত অভিযোগ এখনই উঠছে কেন? মহামারীর আবহে কিছু স্কুল হঠাৎ অসৎ হয়েছে এমনতো নয়, যারা অসৎ, তারা আগেও অসৎ ছিলো। এত দিন কেন অভিযোগ করা হয়নি?

Post a Comment

Previous Post Next Post