আলন্সোর সঙ্গে মতবিরোধ নাকি নিজেকে প্রাধান্য? রিয়াল ছাড়ার হুমকি ভিনিসিয়াসের


এল ক্লাসিকো জয়ের পরেও চিন্তা বাড়ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। চোটের জন্য প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্বাহালকে। ডান পায়ের হাঁটুতে সার্জারি হবে তাঁর। বিতর্ক দানা বাঁধছে অন্য একটি বিষয় নিয়েও। ২৫ বছর বয়সি তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র নাকি রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে। এল ক্লাসিকোয় প্রথম একাদশে থাকলেও ৭২ মিনিটে ভিনিসিয়াসকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন রিয়ালের কোচ জ়াবি আলন্সো। এটাই মানতে পারেননি ভিনি। যোগ্য সম্মান পাচ্ছেন না, এমনটাই নাকি জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।

কেন দল ছাড়তে চাইছেন ভিনিসিয়াস?
রবিবার ম্যাচে কোনও গোল বা অ্যাসিস্ট না পেলেও ভালো ছন্দে ছিলেন ভিনিসিয়াস। কিন্তু ৭২ মিনিটে তাঁকে তুলে রদ্রিগোকে নামান আলন্সো। তখন মেজাজ হারিয়ে বলেন, ‘আমি? কোচ, আমাকে তুলে নিচ্ছ? বারবার আমার সঙ্গেই কেন এমন করো? এর চেয়ে আমার দল ছেড়ে দেওয়াই ভালো।’ প্রত্যুত্তরে তখন কিছু না বললেও পরে আলন্সো জানান এই নিয়ে ভিনির সঙ্গে আলোচনা করবেন তিনি।

Post a Comment

Previous Post Next Post