করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।


কলকাতা: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল। দেশ তথা রাজ্যে কার্যত সুনামির মতোই আছড়ে পড়েছে করোনা সংক্রমণ। এর আগেও কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার করোনা সংক্রমিত হলেন কলকাতার পুলিশ কমিশনারও।

পুলিশ মহলে করোনার থাবা অব্যাহত। একের পর এক পুলিশ কর্মী, আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-সহ মোট ৭ জন পুলিশ কর্মী আধিকারিক। সূত্রের খবর, পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশ আধিকারিকের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এরপর তাঁরা করোনা পরীক্ষা করান। আক্রান্তদের মধ্যে বিধাননগর ট্রাফিক পুলিশের কর্মী ও একাধিক থানার আধিকারিকরাও রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post