ওমিক্রনকে 'মৃদু' বলা বিপজ্জনক, বলছে WHO


নয়া দিল্লি : ফের কোভিডের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। নতুন এই ভ্য়ারিয়েন্টে বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনকে "মৃদু" রোগ বলাটা বিপজ্জনক।

WHO-এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ ট্য়ুইটারে লিখেছেন, অতি সরলীকরণ করাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদিও আমরা ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম দেখছি। কিন্তু ওমিক্রন "কেবলমাত্র একটি মৃদু" রোগ বলাটা বিপজ্জনক। কম ঝুঁকি নিয়েও বহু কেস দেখা যাচ্ছে। আমরা হাসপাতালগুলিকে স্তম্ভিত হতে দেখব। দয়া করে, সাবধানে থাকুন।

প্রসঙ্গত, করোনা টিকার ডবল ডোজ (Covid Vaccine) নেওয়ার পরেও ওমিক্রন আক্রান্ত (Omicron) হয়েছিলেন। আর ওমিক্রনমুক্ত হওয়ার পর মৃত্যু হয় রাজস্থানের (Rajasthan) এক বাসিন্দার। সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরে (Udaipur) মৃত্যু হয়েছে বছর ৭৩-এর বৃদ্ধের। নার্সিং স্টাফ ছিলেন ওই বৃদ্ধ। উদয়পুরের MBGH হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে মহারাষ্ট্রে এক ওমিক্রন আক্রান্তের মৃত্যু হয়েছিল। এটিই দেশে প্রথম করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের মৃত্যু। তবে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। ৫২ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফিরেছিলেন মহারাষ্ট্রের ওই ব্যক্তি। পুনের পিম্পরির এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর দুই দিন পর বৃহস্পতিবার তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে দেখা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।  

এদিকে ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই।

করোনা প্রসঙ্গে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক (Kajal Krishna Banik) বলছেন, ওমিক্রনের (Omicron) আগমন এবং এক শ্রেণীর মানুষের বেগালাম জীবনযাপন যার ওপর প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। সব মিলিয়ে ওমিক্রম এখন জাঁকিয়ে বসেছে। মানুষদেরও হুঁশ তেমনভাবে এখনও ফেরেনি।

Post a Comment

Previous Post Next Post