একাধিক জেলায় বইতে পারে লু, আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা।


কলকাতা: মঙ্গলবারের পর থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোবে পশ্চিমের জেলাগুলির। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।            

ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা: খানিক স্বস্তি দিয়েছে ঝড়-বৃষ্টি। তবে জুন মাসের শুরু থেকে ফের চড়তে চলেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া, ফলে বাড়বে গরম। ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে।      

    আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের দু এক জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।      

এদিকে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।   




Post a Comment

Previous Post Next Post