কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে অস্বস্তি, বৃষ্টিরও সম্ভাবনা নেই।


কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে।  দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। সপ্তাহব্যাপী এরকম অবস্থা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। অসহ্য গরমে নাজেহাল বঙ্গবাসী।

মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালা ধরানো গরমের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি।আবহাওয়া দফতরের সূত্রে খবর,কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। কার্যত ফুটছে পুরুলিয়া। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা।তীব্র তাপদাহে নাজেহাল পুরুলিয়াবাসী। রোদের দাপটে বেশিরভাগ মানুষই ঘরবন্দি। কাজের জন্য যাঁদের বেরোতে হচ্ছে, তাঁরা নাক, মুখ ঢেকে ছাতা মাথায় নিয়ে বাইরে বেরোচ্ছেন। তাপমাত্রা চল্লিশের কোঠা না ছুঁলেও, একই ছবি রাঢ় বাংলার আরেক জেলা বাঁকুড়াতেও। চিড়বিড়ানি গরমে হাঁসফাঁস অবস্থা বাঁকুড়াবাসীর।

দুর্গাপুরেও তাপের দাপটে প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই। কাজের দিনেও দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তা একটু বেলা বাড়তেই কার্যত সুনসান। আসানসোলে ধরা পড়েছে দহনজ্বালার একই ছবি। শিল্পাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই।  বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় চরম অস্বস্তিকর আবহাওয়া। দরদরিয়ে ঘাম। খুব জরুরি কাজ থাকলে রাস্তায় বের হচ্ছেন লোকজন, কাপড়ে মুখ ঢেকে, ছাতা হাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং নদিয়ায়। শনিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও লু বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায়। 




Post a Comment

Previous Post Next Post