নবজোয়ারের পর পঞ্চায়েতের প্রচার, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) আগে গ্রামবাংলার মন বুঝতে টানা দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরে বেরিয়েছেন। সাধারণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নির্বাচিত করেছেন। অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। ১৬ জুন সেই কর্মসূচির শেষের পর আবারও পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২৭ তারিখ দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করছেন তিনি। প্রথম সভা নদিয়ায়।

মাত্র ১০ দিনের বিশ্রাম। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শেষ করে পঞ্চায়েতের প্রচারে ফের ঝাঁপিয়ে পড়ার মধ্যে ব্যবধান মাত্র এটুকুই। আগামী মঙ্গলবার নদিয়া (Nadia) থেকে এই প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে অভিষেকের প্রচারসূচি নিয়ে পাওয়া তথ্য অনুযায়ী –

  • ২৭ জুন – নদিয়ায় সভা
  • ৩০ জুন – বীরভূমে সভা
  • ১ জুলাই – দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে সভা
  • ২ জুলাই – মালদহে সভা
  • ৩ জুলাই – পুরুলিয়ায় সভা

জনসভা, রোড শো, মিছিলে জনসংযোগ সারবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, আগামী ৩ জুলাই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) জনসভা করার কথা পুরুলিয়ায়। সেক্ষেত্রে ফের একমঞ্চে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।



Post a Comment

Previous Post Next Post