এ যেন সিনেমা! পায়ে হেঁটে ভারত ভ্রমণ দুই বন্ধুর, কারণ জানলে অবাক হবেন


শিলিগুড়ি: পায়ে হেঁটে ব্যাঙ্গালোর থেকে ভারত ভ্রমণে বেরিয়েছেন দুই পড়ুয়া । প্রিয়াংশু সিং এবং অনুভব শর্মা। দু’জনেই আজিম প্রেমজি ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে পড়াশোনা করেন। দ্বিতীয় বর্ষের ফিলোজফি নিয়ে পড়াশোনা করছে প্রিয়াংশু। অনুভব অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন সেখানে। ইউনিভার্সিটি প্রাঙ্গন থেকেই পায়ে হেঁটে ভারত ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। মোট ৩০ দিন অতিক্রম করে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার,পশ্চিমবঙ্গ মিলিয়ে ৩২০০ কিমি রাস্তা পেয়ে হেঁটে অতিক্রম করেছেন দুই বন্ধু। শিলিগুড়িতে এসে পৌঁছে যথারীতি উচ্ছ্বসিত তাঁরা।

ভারত ভ্রমণ করেছেন, এমন বহু মানুষ রয়েছে । তবে ১৯ বছর বয়সের দুই পড়ুয়া তথা দুই বন্ধু পায়ে হেঁটে এমন কাণ্ড ঘটাবেন, তা হয়ত তাঁদের পরিবারও ভাবতে পারেনি। কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলার সময় তাঁরা সিদ্ধান্ত নেন দেশ ভ্রমণের। নিজেদের কিছু প্রশ্নর উত্তর পেতে তথা নিজেদের আরও বেশি করে চিনতে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাও একেবারে নিখরচায়। পকেট শূন্য অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁরা। নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল ঠিকই। তবে এই ভ্রমণ তাঁদের অনেক শিখিয়েছে বলে দাবি করছেন তাঁরা।

প্রিয়াংশু বলেন, “আমি কোনও দিনও একা বাইরে বেরোইনি। আমার নিজস্ব কিছু কারণ রয়েছে। সেই কারণে একটু স্ট্রেস ফ্রি হতে এবং নিজেকে চেনার জন্যই এই ভ্রমণ। সত্যি এই ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজ আমার মনে হয়, আমি যেকোনো কাজ করতে পারব।”

অন্য দিকে, অনুভব বলেন, “আমাদের চলার পথে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু মানুষকে বিশ্বাস করতে শিখে গিয়েছি। এই ট্রিপটা সারা জীবন মনে থাকবে। অসম, মেঘালয় যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের কিন্তু কিছু নিজস্ব কারণে সেই পরিকল্পনা বাতিল করেছি।”

Post a Comment

Previous Post Next Post